হোম > অপরাধ > রাজশাহী

পিবিআই ছদ্মবেশে প্রতারণা, দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পিটিআইএর জ্যাকেট, স্টিকার, একটি হ্যান্ডকাফ ও একটি প্রাইভেটকার জব্দ করে। 

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রোববার চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বাইতুল মামুর ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুল তলা গ্রামের মো. হাসনাত আলী (২৮) ও বারোঘরিয়া চাঁমাগ্রামের মো. আব্দুস সামাদ (২৬)। 

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ প্রতারক চক্র। তাঁরা পিবিআই ছদ্মবেশে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। সম্প্রতি এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে র‍্যাব তদন্ত করে দুই যুবককে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, গ্রেপ্তাররা অভিযোগকারীর বাড়িতে গিয়ে ভুক্তভোগীকে না পেয়ে তাঁর স্ত্রী এবং সন্তানকে নির্যাতন করেন। পিবিআই জ্যাকেট এবং হ্যান্ডকাফসহ তাঁদের হুমকি দেন। পরে এই চক্রটি আবারও ভুক্তভোগীর বাড়িতে টাকা নিতে গেলে র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক