হোম > অপরাধ > রাজশাহী

চালককে হত্যা করে রিকশা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে চালককে হত্যা করে একটি রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রিকশাচালকের নাম আবদুল কাদের (৫৫)। তিনি নগরীর শ্রীরামপুর এলাকার মৃত কাবেজ আলীর ছেলে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। 

গোলাম রুহুল কুদ্দুস জানান, রাত দেড়টার দিকে তাঁরা রাস্তার ড্রেনের পাশে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পান। পরে বোয়ালিয়া থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

রুহুল কুদ্দুস  আরও জানান, আবদুল কাদেরের রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রিকশাটি নেওয়ার জন্যই গলায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এ সময় তিনি পড়ে গেলে রিকশাটি নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

নগরীর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান জানান, আবদুল কাদের খুবই গরিব মানুষ। দিনে তিনি গরু-ছাগল চরাতেন। সংসারে সচ্ছলতা রাখতে রাতে ব্যাটারিচালিত রিকশা চালাতেন। এক সপ্তাহ আগেই তিনি ছাগল বিক্রি করে রিকশার ব্যাটারি কিনেছিলেন। এলাকায় আবদুল কাদের অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। 

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ