নাটোর সদর উপজেলার হালসায় সাবেক স্ত্রী মিম আক্তারকে (২১) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রাজু প্রামাণিক (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রাজু পেশায় রাজমিস্ত্রি ও শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে। নিহত মিম আক্তার একই এলাকার আব্দুল মোমিনের মেয়ে।
আজ শনিবার দুপুর ১২টায় নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও মিমের পরিবার জানায়, রাজুর সঙ্গে বছরখানেক আগে মিমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে তাদের মধ্যে দাম্পত্যকলহ শুরু হয়। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। আজ সকালে রাজু সাবেক শ্বশুরবাড়ি হালসার নিশ্চিন্তপুরে যায় এবং তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির জেরে মিমকে ছুরিকাঘাত করে বেরিয়ে আসে। এলাকাবাসীর খবরে পুলিশ আব্দুল মোমিনের বাড়িতে গিয়ে মেয়ে মিমকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে দ্রুত তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে।’