হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালী মন্দিরে চুরি যাওয়া মূর্তি, স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে চারজনকে। আজ সোমবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম।

আজ বেলা ১১টার দিকে শহরের চকসূত্রাপুর এলাকার জহুরুল পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মন্দিরে চুরির ঘটনা ঘটে গতকাল রোববার।

গ্রেপ্তাররা হলেন—চকসূত্রাপুর জহুরুলপাড়া এলাকার মৃত বজলু শেখের ছেলে ফরহাদ হোসেন (৩০), মৃত মতি শেখের ছেলে নয়ন শেখ (৩০), শাজাহানপুর উপজেলার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) এবং চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার মৃত মাহাফুজুর রহমানের ছেলে হাসান আলী (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শরাফত ইসলাম জানান, রোববার রাতে শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালী মন্দিরে চুরি হয়। পিতলের দুটি গোপাল ঠাকুরের প্রতিমা, একটি পিতলের তৈরি হনুমান প্রতিমা, পিতলের তৈরি একটি প্রদীপ, প্রতিমার গলায় থাকা একটি স্বর্ণের মালা, একটি চান্দির মালা, দুটি কানের দুল, একটি নাকের নথ, একটি টিকলি ও সিসিটিভির মনিটরসহ (৩২ ইঞ্চি) অন্যান্য মালামাল চুরি খোয়া যায়।

আজ সকালে ডালপট্টি পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস গোয়ালা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকার জহুরুল পাড়ায় অভিযান পরিচালনা করে ফরহাদ, নয়ন ও শফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার হাসান আলীর বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল রাখার অপরাধে হাসান আলীকেও গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, গ্রেপ্তার চারজনকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক