হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত থেকে রুহুল আমিন ওরফে রুহুল (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে এক কেজি হেরোইন ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রুহুলের বাড়ি ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাহেবনগর গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে রুহুলকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাতে ভারত থেকে মাদকদ্রব্য পাচার করে আনা হবে এমন তথ্য পেয়ে তারা পদ্মা নদীর ওপারে যান। সারারাত অপেক্ষার পর ভোররাতে তারা জিরো লাইনের কাছ থেকে রুহুলকে আসতে দেখেন। এ সময় তাকে আটক করে তল্লাশি করা হয়। তখন তার কাছে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন ও ১৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। 

জিল্লুর রহমান আরও বলেন, এ ব্যাপারে গোদাগাড়ী থানায় রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী