হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত থেকে রুহুল আমিন ওরফে রুহুল (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে এক কেজি হেরোইন ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রুহুলের বাড়ি ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাহেবনগর গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে রুহুলকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাতে ভারত থেকে মাদকদ্রব্য পাচার করে আনা হবে এমন তথ্য পেয়ে তারা পদ্মা নদীর ওপারে যান। সারারাত অপেক্ষার পর ভোররাতে তারা জিরো লাইনের কাছ থেকে রুহুলকে আসতে দেখেন। এ সময় তাকে আটক করে তল্লাশি করা হয়। তখন তার কাছে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন ও ১৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। 

জিল্লুর রহমান আরও বলেন, এ ব্যাপারে গোদাগাড়ী থানায় রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে