হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত থেকে রুহুল আমিন ওরফে রুহুল (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে এক কেজি হেরোইন ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রুহুলের বাড়ি ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাহেবনগর গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে রুহুলকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাতে ভারত থেকে মাদকদ্রব্য পাচার করে আনা হবে এমন তথ্য পেয়ে তারা পদ্মা নদীর ওপারে যান। সারারাত অপেক্ষার পর ভোররাতে তারা জিরো লাইনের কাছ থেকে রুহুলকে আসতে দেখেন। এ সময় তাকে আটক করে তল্লাশি করা হয়। তখন তার কাছে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন ও ১৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। 

জিল্লুর রহমান আরও বলেন, এ ব্যাপারে গোদাগাড়ী থানায় রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা