হোম > অপরাধ > রাজশাহী

চারঘাটে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাইয়ের মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে পারিবারিক কলহের জেরে এক ভাইয়ের হাসুয়ার কোপে অন্য ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি ওই গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় ছোট ভাই আনারুল ইসলামের (৩৫) ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাই কামাল হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য এজাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। আজ দুপুর থেকে দুই ভাইয়ের বউয়ের ঝগড়া শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আনারুল ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই কামালের গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত