হোম > অপরাধ > রাজশাহী

ঘরে দুই স্ত্রী রেখে প্রেম করতে গিয়ে ধর্ষণ মামলায় শ্রীঘরে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

ঘরে দুই স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন শরীফ হোসেন নামের এক যুবক। এরপর তাঁরা স্বেচ্ছায় রাত্রিযাপন করতে যান। সেখানে শরীফ প্রেমিকার মোবাইল ফোনে অন্য ছেলেদের সঙ্গে আদান-প্রদান করা অশ্লীল ছবি পান। এরপর তিনি ফোনটি কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিকা থানায় শরীফের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ওই মামলায় শরীফ হোসেনকে (২৭) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা-পুলিশ।

রাজশাহীর বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ গ্রামে ঘটেছে এমন ঘটনা। এর আগে, গত বৃহস্পতিবার (২ মে) বাঘা থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। 
 
শরীফ হোসেন বলেন, ‘গত ৩০ এপ্রিল রাতে আমরা দুজন স্বেচ্ছায় একসঙ্গে রাত্রিযাপন করি। সেখানে প্রেমিকার মোবাইল ফোন নিয়ে দেখি সে আরও কয়েকজন ছেলের সঙ্গে ফেসবুক এবং ইমোতে চ্যাটিং করে। সেসব ছেলের সঙ্গে অশ্লীল ছবি আদান-প্রদানও করেছে। এসব জানতে পেরে প্রেমিকার মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দিই। এরপর ফোনটি ফেরত না দিলে প্রেমিকা আমার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করে। বিয়ে করে সংসার গড়ার জন্যই মনপ্রাণে ভালোবেসেছিলাম। কিন্তু মোবাইল ফোন চেক না করলে প্রতারণার বিষয়টি জানতে পারতাম না।’ 

অপর দিকে ওই প্রেমিকার দাবি, ‘আমি ফেসবুক-ইমোতে কয়জনের সঙ্গে প্রেম করেছি, কার সঙ্গে মোবাইলে ছবি তুলে রেখেছি—সেটি আমার ব্যক্তিগত ব্যাপার। সারা রাত সে আমাকে তার চাচার বাসায় রেখে ধর্ষণ করেছে এবং আমার মোবাইল কেড়ে নিয়েছে। তাই আমি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছি।’ 

এ বিষয়ে উপজেলার মণিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তজলুল হক বলেন, ‘ওই নারী স্বামী পরিত্যক্ত। শরীফ হোসেনের ঘরেও বর্তমানে দুই স্ত্রী রয়েছে। এরপরও ওই নারীর সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছে। মোবাইল কেড়ে না নিলে হয়তো থানায় মামলাও হতো না।’ 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শরীফ হোসেনের বিরুদ্ধে একই এলাকার এক নারী থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল শুক্রবার (৩ মে) আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৪ মে) সকালে আসামিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের