হোম > অপরাধ > রাজশাহী

মোহনপুরে গৃহবধূ নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, মোহনপুর (রাজশাহী)

মোহনপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নির্যাতিত গৃহবধূ মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। ওই গৃহবধূ হলেন বেড়া বাড়ি গ্রামের মুনতাজের মেয়ে খাদিজা খাতুন। 

জানা গেছে, খাদিজার স্বামী নিজাম উদ্দিন চাকরির সুবাদে ঢাকা থাকেন। গত ঈদের পর থেকে খাদিজা বাবা বাড়িতে ছিলেন। গত শুক্রবার শ্বশুর ফজলুর রহমান মাস্টার বেড়াবাড়ি বাবার বাড়ি থেকে খাদিজাকে মৌগাছি গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। ওই দিন স্বামী নিজাম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে ফিরে ৫০ হাজার টাকা যৌতুক আনতে বলেন। একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন। নিরুপায় হয়ে খাদিজা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় শনিবার রাতে খাদিজা বাদী হয়ে স্বামী নিজাম উদ্দিন (২৮), শ্বশুর ফজলুর রহমান মাস্টার (৬০) ও শাশুড়ি নিলুফা বেগমের (৪৫) নামে নারী ও শিশু আইনে মামলা করেন। মামলার রাতেই স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার