হোম > অপরাধ > রাজশাহী

মোহনপুরে গৃহবধূ নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, মোহনপুর (রাজশাহী)

মোহনপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নির্যাতিত গৃহবধূ মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। ওই গৃহবধূ হলেন বেড়া বাড়ি গ্রামের মুনতাজের মেয়ে খাদিজা খাতুন। 

জানা গেছে, খাদিজার স্বামী নিজাম উদ্দিন চাকরির সুবাদে ঢাকা থাকেন। গত ঈদের পর থেকে খাদিজা বাবা বাড়িতে ছিলেন। গত শুক্রবার শ্বশুর ফজলুর রহমান মাস্টার বেড়াবাড়ি বাবার বাড়ি থেকে খাদিজাকে মৌগাছি গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। ওই দিন স্বামী নিজাম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে ফিরে ৫০ হাজার টাকা যৌতুক আনতে বলেন। একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন। নিরুপায় হয়ে খাদিজা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় শনিবার রাতে খাদিজা বাদী হয়ে স্বামী নিজাম উদ্দিন (২৮), শ্বশুর ফজলুর রহমান মাস্টার (৬০) ও শাশুড়ি নিলুফা বেগমের (৪৫) নামে নারী ও শিশু আইনে মামলা করেন। মামলার রাতেই স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী