হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ভারতীয় নাগরিকসহ ছিনতাইয়ের শিকার দুজন 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ভারতীয় এক নাগরিকসহ দুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার দুজন হলেন—হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। তাদের মধ্যে হারগোবিন্দ জখুরাম ভার্মা ভারতীয় নাগরিক। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকায় অবস্থিত পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আর আসাদুজ্জামান একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। 

বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল। 

পাওয়াং সিরামিকস কোম্পানির সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কাজে হারগোবিন্দ ও আসাদুজ্জামান কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে ফিরে সোমবার দিবাগত রাতে তারা বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় করে বনানী এলাকায় প্রতিষ্ঠানের গেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে লতিফপুর এলাকায় এসে তারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামানের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’ 

এসআই রাজু কামাল বলেন, ছিনতাইকারীরা ৪-৫ জন ছিল। তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। 

এসআই রাজু কামাল আরও বলেন, ছিনতাইয়ের ঘটনাস্থলটি বগুড়া শাজাহানপুর নাকি সদর এলাকায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘটনায় থানায় অভিযোগ হবে। 

সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন শাজাহানপুর উপজেলার সীমানায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তারা লতিফপুর বাঁশ হাট এলাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। ওই দুজন সোমবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ফেরেন।’ 

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার