হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ভারতীয় নাগরিকসহ ছিনতাইয়ের শিকার দুজন 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ভারতীয় এক নাগরিকসহ দুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার দুজন হলেন—হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। তাদের মধ্যে হারগোবিন্দ জখুরাম ভার্মা ভারতীয় নাগরিক। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকায় অবস্থিত পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আর আসাদুজ্জামান একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। 

বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল। 

পাওয়াং সিরামিকস কোম্পানির সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কাজে হারগোবিন্দ ও আসাদুজ্জামান কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে ফিরে সোমবার দিবাগত রাতে তারা বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় করে বনানী এলাকায় প্রতিষ্ঠানের গেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে লতিফপুর এলাকায় এসে তারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামানের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’ 

এসআই রাজু কামাল বলেন, ছিনতাইকারীরা ৪-৫ জন ছিল। তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। 

এসআই রাজু কামাল আরও বলেন, ছিনতাইয়ের ঘটনাস্থলটি বগুড়া শাজাহানপুর নাকি সদর এলাকায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘটনায় থানায় অভিযোগ হবে। 

সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন শাজাহানপুর উপজেলার সীমানায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তারা লতিফপুর বাঁশ হাট এলাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। ওই দুজন সোমবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ফেরেন।’ 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার