সিরাজগঞ্জের শাহজাদপুরে আমের প্রলোভন দিয়ে ছয় বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসান (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক এক গার্মেন্টসকর্মী।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘গতকাল দুপুরের দিকে আমার মেয়ে হাতে আম নিয়ে বাড়ি ফেরে। এ সময় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, প্রতিবেশী হাসান তাকে আম দিয়েছে। মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারি হাসান আমের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেছে।’
শিশুটির বাবা বলেন, ‘ঘটনার পর গ্রামপ্রধানেরা মীমাংসার কথা বলে আমাকে গতকাল থানায় যেতে দেননি। আজ সোমবার থানায় মামলা করেছি।’ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য আজ সকালে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।