হোম > অপরাধ > রাজশাহী

মৃত সভাপতির স্বাক্ষর নকল করে প্রকল্পের টাকা হাতিয়ে নিলেন প্রধান শিক্ষক

প্রতিনিধি, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জ সদর উপজেলার ভুড়ভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি গাজী নওশাদ আলী মারা গেছেন দুই বছর আগে। অথচ তাঁর স্বাক্ষর জাল করে স্কুলের উন্নয়ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. মাহমুদ রিয়াদ হাসান মামুনের বিরুদ্ধে।  

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী ২০১৯ সালের প্রথম দিকেই মারা যান। এরপর আর কোনো কমিটি পুনর্গঠন করেননি প্রধান শিক্ষক মামুন। নানা অজুহাতে কমিটি গঠন না করে গত তিন বছরের স্লিপ প্রকল্পসহ স্কুল উন্নয়নের জন্য বরাদ্দকৃত প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। পরে এলাকাবাসীর রোষানলে পড়ে ২০২১ সালের মাঝামাঝিতে কমিটি গঠন করতে বাধ্য হন প্রধান শিক্ষক মামুন। 

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভুড়ভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮-২০১৯ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার, প্রাকপ্রাথমিক ৫ হাজার এবং জরুরি মেরামতের জন্য ১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ হয়। ২০১৯-২০২০ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার, দুর্যোগে ৫ হাজার, প্রাকপ্রাথমিক ১০ হাজার, রুটিন মেনটেইন ৪০ হাজার ও মেরামতে ২ লাখ টাকা বরাদ্দ হয় এবং ২০২০-২০২১ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার ও রুটিন মেনটেইনের ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। এসব প্রকল্পের অর্থ ওই মৃত সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করা হয়েছে। এসব টাকার প্রায় পুরোটাই প্রধান শিক্ষক মামুন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন অভিভাবক আশরাফ আলীসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। এ ছাড়া শতভাগ উপবৃত্তিপ্রাপ্ত স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা অধিক দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে।  

প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ হাসান মামুন স্বাক্ষর জালের বিষয়ে বলেন, `আমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সব করা হয়েছে। কোনো অনিয়ম ও অর্থ নয়ছয় করা হয়নি। তিন বছরের বরাদ্দকৃত অর্থ দিয়ে কী কী কাজ করা হয়েছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং প্রতিষ্ঠানের কোনো কাজই তিনি দেখাতে পারেননি।' 

নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, `বরাদ্দকৃত অর্থ সম্পর্কে আমি কিছুই জানি না।'  

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, `ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।' 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, `বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'  

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর