সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৩ মে সকাল সাড়ে ৯টার দিকে নবম শ্রেণির ছাত্রীকে (১৫) ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন সঞ্জয় সরকার। ঘটনাস্থলেই মারা যায় ওই ছাত্রী।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।