হোম > অপরাধ > রাজশাহী

ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৭ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

গতকাল রোববার রাতে ও আজ সোমবার ভোরে বগুড়া জেলার সদর, সোনাতলাসহ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন—নাজমুল লাভলু (২৯), জাকির হোসেন (২৫), সোহেল রানা (৩০), জীবন (২৪), এনামুল হক আমিনুল (৩২), মো. জনি (২২) ও মহির মিয়া (৩৮)। তাঁরা সবাই বগুড়া ও গাইবান্ধা জেলার বাসিন্দা। 

আজ দুপুরে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এ তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাতলার গনিয়ারিকান্দি গ্রামে দুর্বৃত্তরা ডিবি পরিচয়ে মিলু ফকিরের অটোরিকশা ছিনতাই করে। পরে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় স্থানীয়রা মিলুকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। 

অভিযানে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই চক্রের মূল হোতা নাজমুল লাভলুকে বগুড়া শহর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের পরিচয় জানে পুলিশ। 

ছিনতাইকারী চক্রের সদস্য মাহির মিয়াকে তিনটি অটোরিকশা, তিনটি বার্মিজ চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ সরঞ্জামাদি গাইবান্ধার ফুলছড়ি দক্ষিণ কাঠুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া অটোরিকশার মধ্যে মিলুর রিকশাটিও আছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অটোরিকশা চালক মিলু বাদী হয়ে মামলা করেছেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর