হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পুকুরের জায়গা নিয়ে বিরোধে চাচাকে হত্যার দায়ে সহোদর দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার বিকেলে বগুড়া প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এই মামলায় আরও দুজনের ওপর আনীত অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাঁদের খালাসের আদেশ দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজাউল হক। দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি এলাকার নূরুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন ও তাজুল ইসলাম। এঁদের মধ্যে জোবায়ের পলাতক। 

আইনজীবী রেজাউল হক জানান, পুকুরের জায়গা নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ৬ মে সিঙ্গারগাড়ি এলাকার শাজাহান আলীর ওপর অভিযুক্ত ব্যক্তিরা হামলা চালান। এতে শাজাহান আলী গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় নিহত শাজাহান আলীর বাবা আজিমুদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। একই বছরের ২৪ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে