হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ছিনতাইয়ের পর পায়ের রগ কেটে ভান চালককে খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক ব্যাটারিচালিত ভ্যানচালকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাওয়া গেছে তাঁর ভ্যানটি। তবে ভ্যানে ব্যাটারি ছিল না। এতে করে পুলিশ ধারণা করছে, ভ্যানের ব্যাটারি বা ভ্যান ছিনতাইয়ের জন্যই হয়তো খুন করা হয়েছে চালক হারুন ফকিরকে (৪৫)। 

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাটির সদর ইউনিয়নের করমজি ও কুশ্বহর গ্রামের মাঝামাঝি স্থানের একটি ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই পায়ের রগ কাটা ও তাঁর মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহত হারুন ফকির সদর ইউনিয়নেরই বাড়িয়ে মাটিহাস ইসলামপুর গ্রামের মৃত মইনুদ্দিন ফকিরের ছেলে। তবে তিনি উপজেলার চামরুল ইউনিয়নের ঘাট মাঘড়া গ্রামে বসবাস করতেন। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, হারুন গভীর রাত পর্যন্ত ভ্যান চালাতেন। গতকাল রোববার বিকেলে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন কিন্তু রাত গভীর হলেও বাড়ি ফেরেননি তিনি। পরে ভোরে ধান খেতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। 

ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন করা হয়েছে হারুনকে। যে কারণেই খুন করা হোক না কেন তদন্তে সব বের হয়ে আসবে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু