হোম > অপরাধ > রাজশাহী

গুরুদাসপুরে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কর্তন, প্রবাসীর স্ত্রী আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের এক সৌদিপ্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে এক ব্যক্তির (৫৫) বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একই এলাকার ওই ব্যক্তির সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। সম্পর্কে টানাপোড়েনের কারণে আজ প্রবাসীর স্ত্রী তাঁকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর মাছ কাটার বঁটি দিয়ে তাঁর বিশেষ অঙ্গ কেটে দেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা সেখানে গিয়ে দরজা খুলে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে প্রবাসীর মেয়ে অভিযোগ করে জানান, তাঁদের বাসায় কেউ না থাকায় মাঝেমধ্যেই চুরি হতো। আজকেও চুরির উদ্দেশ্যে আহত ওই ব্যক্তি তাঁদের বাসায় ঢোকে, তবে তাঁকে কোনো মারধর করা হয়নি। তিনি নিজেই তাঁদের ফাঁসানোর জন্য এসব নাটক করেছে বলে অভিযোগ করেন তিনি।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, বিশেষ অঙ্গ কর্তনের ফলে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। হঠাৎ করে ওই নারী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে পুলিশি জিম্মায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদ্‌ঘাটন করা হবে।

 

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে