সিরাজগঞ্জের কামারখন্দে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কামারখন্দ থানা-পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) ভোরে কামারখন্দ থানার কাটাখালী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকৃতরা হলেন কামারখন্দ থানার কর্ণ সূতি গ্রামের আব্দুল লতিফ (৫০), জুয়েল রানা (৩২), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার খামার দামারহাট গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) এবং বিরহিম গ্রামের নুর মিয়া (২১)।
কামারখন্দ থানার এসআই ইয়ামিন সরকার আজকের পত্রিকাকে বলেন, উপজেলার কাটাখালী বাজারে মাদক ক্রয়-বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে তাঁদের গাঁজাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।