হোম > অপরাধ > রাজশাহী

ইটের আঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগে মেজো ভাই গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু হোসেনকে (২৭) ইটের আঘাতে হত্যার অভিযোগে মেজো ভাইকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ সদস্যরা। আজ শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রাজু হোসেন (২৯)। তিনি দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের মেজো ছেলে। তিনি নিহত সাজু হোসেনের আপন মেজো ভাই। 

আজ দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।

কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক বলেন, ৬ ডিসেম্বর বিকেলে পারিবারিক কাজের সময় সাজু ও রাজুর মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুড়লে ইটের আঘাতে সাজু আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। 
 
তিনি আরও বলেন, এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা হয়। পরে র‍্যাবের গোয়েন্দা দল আসামি রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরে আইনগত ব্যবস্থা নিতে আসামিকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’