হোম > অপরাধ > রাজশাহী

ইটের আঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগে মেজো ভাই গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু হোসেনকে (২৭) ইটের আঘাতে হত্যার অভিযোগে মেজো ভাইকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ সদস্যরা। আজ শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রাজু হোসেন (২৯)। তিনি দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের মেজো ছেলে। তিনি নিহত সাজু হোসেনের আপন মেজো ভাই। 

আজ দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।

কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক বলেন, ৬ ডিসেম্বর বিকেলে পারিবারিক কাজের সময় সাজু ও রাজুর মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুড়লে ইটের আঘাতে সাজু আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। 
 
তিনি আরও বলেন, এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা হয়। পরে র‍্যাবের গোয়েন্দা দল আসামি রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরে আইনগত ব্যবস্থা নিতে আসামিকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান