হোম > অপরাধ > রাজশাহী

ইটের আঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগে মেজো ভাই গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু হোসেনকে (২৭) ইটের আঘাতে হত্যার অভিযোগে মেজো ভাইকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ সদস্যরা। আজ শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রাজু হোসেন (২৯)। তিনি দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের মেজো ছেলে। তিনি নিহত সাজু হোসেনের আপন মেজো ভাই। 

আজ দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।

কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক বলেন, ৬ ডিসেম্বর বিকেলে পারিবারিক কাজের সময় সাজু ও রাজুর মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুড়লে ইটের আঘাতে সাজু আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। 
 
তিনি আরও বলেন, এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা হয়। পরে র‍্যাবের গোয়েন্দা দল আসামি রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরে আইনগত ব্যবস্থা নিতে আসামিকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন