হোম > অপরাধ > রাজশাহী

হাতকড়া থেকে কৌশলে হাত বের করে আসামি চম্পট, টেরই পায়নি পুলিশ

প্রতিনিধি, লালপুর (নাটোর)

পুলিশের হাতকড়া থেকে কৌশলে হাত বের করে পালিয়ে গেছেন মনিরুল ইসলাম (২২) নামের এক আসামি। গতকাল (১৯ জুলাই) বিকেলে নাটোর কোর্ট হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে নাটোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, ২৮ জুলাই রাতে লালপুর, বাঘা ও বাগাতিপাড়ার বিভিন্ন এলাকা থেকে আন্তজেলা অটোরিকশা ও ভ্যান চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। বাগাতিপাড়ার মাছিমপুর গ্রামের আবদুল গাফফারের ছেলে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় উপজেলার আব্দুলপুরের সোভ এলাকা থেকে। কাল বিকেলে এ ছয়জনসহ ৭ আসামিকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কোর্ট হাজতে যাচ্ছিল পুলিশ। এ সময় মনিরুল হাতকড়া থেকে কৌশলে নিজের হাত বের করে পালিয়ে যান। প্রথমে দায়িত্বরত পুলিশ বিষয়টি টের পায়নি। পরে আদালতের সামনে এসে একজন আসামি কম দেখে খোঁজ শুরু করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে জানানো হয়। পলাতক আসামিকে আবারও গ্রেপ্তারের জন্য র‍্যাব, থানা-পুলিশ, কোর্ট পুলিশ ও গোয়েন্দা পুলিশ একযোগে অভিযান চালায়। অভিযান অব্যাহত রয়েছে। পাহারায় নিয়োজিত লালপুর থানার পুলিশ কনস্টেবল রায়হান হোসেন ও আকরাম হোসেনকে নাটোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক