সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্বাসুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল রাত ১টার দিকে ইউনিয়নের তারটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মো. আব্বাসুজ্জামান বলেন, `গতকাল রাত ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে আমার বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতদল আমাকে ও আমার বৃদ্ধ মাকে অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে।'
এ সময় বাড়িতে থাকা সাতটি আলমারি, চারটি ট্রাংক ভেঙে সেখানে রক্ষিত প্রায় ৭০ থেকে ৭৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ২ লাখ ৩০ হাজার নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসেটসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, `আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'