হোম > অপরাধ > রাজশাহী

আক্কেলপুরে হাত-পা ও মাথা বিহীন মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে বস্তা বন্দী হাত-পা ও মাথা বিহীন এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৫টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পারঘাটি নামক এলাকায় তুলসীগঙ্গা নদীতে ওই মরদেহ পাওয়া যায়। 

কমলা নামে স্থানীয় এক গৃহবধূ বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে নদীর ধারে একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পাই। এরপর ওই বস্তা টেনে তীরে ওঠায় তখন বস্তা থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। বস্তা খুলে দেখি মাথা, দুই হাত ও দুই পা বিহীন এক মরদেহ। 

আর এক স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, `আমি হাসুয়া দিয়ে বস্তা কেটে দেখি হাত, পা, মাথা বিহীন এক মরদেহ। তবে ওই মরদেহে মেয়ে মানুষের পেটিকোট (পাজামা) পরা দেখে মনে হচ্ছে মরদেহটি কোনো এক নারীর হতে পারে।' 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে হাত, দুই হাত ও পা বিহীন মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কয়েকটি বস্তার মধ্যে মোড়ানো ছিল। ঘটনাটি আশপাশের থানাতে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক