হোম > অপরাধ > রাজশাহী

একই দিনে পুত্রবধূর পর শ্বশুর-শাশুড়ির আত্মহত্যার চেষ্টা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জেরে একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শ্রীপুর রামনগর গ্রামে। 

স্থানীয়রা জানান, মোসলেম আলীর ছেলে কাফি হোসেন ভালোবেসে পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের সুমি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কাফি হোসেন মা-বাবার সঙ্গে নিজেদের বাড়িতে থাকছেন।

গতকাল শুক্রবার সকাল থেকে বউ-শাশুড়ির ঝগড়া বাঁধে। থেমে থেমে প্রায় সারা দিনই চলে ঝগড়া। একপর্যায়ে রাত ১০টার দিকে পুত্রবধূ সুমি খাতুন (২২) বিষপান করেন। পুত্রবধূর বিষপানের একটু পর শাশুড়ি কাজলী বেগমও (৪২) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীরা রাতেই তাঁদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বউ-শাশুড়ির এমন ঘটনা দেখে শ্বশুর মোসলেম আলীও (৪৫) বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে লোকজন দেখতে পাওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বউ-শাশুড়ির মাঝে মধ্যেই ঝগড়া হয়। শুক্রবার ঝগড়ার একপর্যায়ে রাত ১০টার দিকে পুত্রবধূ সুমি খাতুন বিষপান করেন। সুমিকে গুরুতর অবস্থায় তাঁর স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুমিকে বাঁচাতে সবাই ব্যস্ত থাকার সুযোগে শাশুড়ি কাজলী বেগমও বিষপান করেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বউ-শাশুড়ির পর শ্বশুরকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বউ-শাশুড়ির পেট ওয়াশ করা হয়। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘বউ-শাশুড়ির পেট থেকে বিষ বের করা হয়েছে। তাঁরা সুস্থ আছেন। শ্বশুরের সমস্যা অতটা জটিল না হওয়ায় তাঁকে ভর্তি করার প্রয়োজন হয়নি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ‘একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার চেষ্টার ঘটনা মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত