হোম > অপরাধ > রাজশাহী

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পাড়ায় হাতকড়া দেখিয়ে টাকা আদায়, ৩ জনকে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। উপজেলার বাধাইড় ইউনিয়নের শিকপুর দিয়াড়াপাড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনকে গ্রেপ্তারের পর দেহ তল্লাশি করে বিভিন্নজনের কাছে থেকে আদায় করা টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে ভুয়া অডিট অফিসারের আইডি কার্ডও পাওয়া যায়। 

গ্রেপ্তার তিনজন হলেন তানোর উপজেলার মাসিন্দা এলাকার রাকিব হোসেন (৩০), আড়াদীঘির গ্রামের তৌহিদুল ইসলাম (২৫) ও দেবীপুর এলাকার মুন্না সরকার (২৩)। 

পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামে দিয়ারাপাড়ায় পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রামে যান। সেখানে লোকদের হাতকড়া পরিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্নজনের কাছে থেকে আড়াই হাজার টাকা আদায় করেন।

এরপর স্থানীয় বাসিন্দা বিশ্বনাথের কাছ থেকে আরও ১০ হাজার টাকা চাঁদা চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। তখন তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে মুন্ডুমালা ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আব্দুর রহিম বলেন, তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তানোর থানায় মামলা করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক