হোম > অপরাধ > রাজশাহী

সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি বাজারে, নাটোর-ঈশ্বরদী মহাসড়কে কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের একটি বাসে ওই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আরাফাত হোসেন (৩২)। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের মো. হারুনের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ অঞ্চলের (ঈশ্বরদী) সদস্যরা। অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রোববার গভীর রাতে মুলাডুলি বাজারের কাছে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে বাসযাত্রী আরাফাতের কাছে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় ও আরাফাতকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৬ লাখ টাকা। 

এ বিষয়ে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন ঈদে মাদকের বিস্তার রোধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়। আটক ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে