হোম > অপরাধ > রাজশাহী

ভাঙ্গুড়ায় এক কিশোর হত্যাচেষ্টা মামলায় ২ বন্ধু গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক কিশোরকে গলা কেটে হত্যাচেষ্টা মামলায় তাঁর দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে ভাঙ্গাজোলা গ্রাম থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। 

উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলা গ্রামের কিশোর শাকিল হোসেনকে (১৬) গলা কেটে হত্যাচেষ্টা করা হয়। সে ওই গ্রামের আলম হোসেনের ছেলে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ইমন হোসেন (১৭) এবং নজরুল ইসলামের ছেলে সম্রাট হোসেন (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শাকিলের ঘর থেকে তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি হয়। পরে জানতে পারেন বন্ধু সম্রাট তাঁর মোবাইলটি চুরি করেছে। পরদিন শুক্রবার রাতে চুরি করা মোবাইলটি শাকিলকে ফেরত দেন সম্রাট। এঘটনা কাউকে না জানাতে নিষেধও করেন সে। কিন্তু ঘটনাটি গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে চরম ক্ষুব্ধ হন সম্রাট। রাত সাড়ে ১১টার দিকে শাকিলকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ইমন ও নাইমের সহযোগিতায় তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এঘটনায় শাকিলের পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করলে থানা-পুলিশ অভিযান চালিয়ে দুজন আসামিকে গ্রেপ্তার করে।

অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আয়নুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা কি নিয়ে ঘটেছে তা জানি না। তবে ওই ছেলেটার সামান্য গলা কেটেছে বলে আমি জেনেছি।’

এব্যাপারে ভাঙ্গুড়া থানার সাব-ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বন্ধুর মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা