হোম > অপরাধ > রাজশাহী

সালিসে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৩ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে সালিসের কথা বলে ডেকে নিয়ে আমিনুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় দুই সহোদরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘির লক্ষ্মীপুর গ্রামের ইসলাম কবিরাজ (৪৮), আবু বক্কর (৪২) ও ওয়াহেদ (৪৬)।

আদমদীঘির নসরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেন ও তহিদুল ইসলাম বনাম সেজদা ও আমিনুল ইসলাম নামে দুটি দল রয়েছে। তাঁদের মধ্যে মসজিদের টাকা, গভীর নলকূপের মালিকানা ও গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ওই গ্রামে মারধর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা প্রায়ই ঘটে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২২ মার্চ দিবাগত রাতে শাহিন হোসেন ও তাঁর লোকজন আমিনুল ইসলামকে ক্লাবঘরে সালিসের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনেন।এরপর শেখর নামের এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আমিনুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বোন আফরোজা বেগম বাদী হয়ে শাহীনসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদমদীঘি থানার উপপরিদর্শক কাওছার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমিনুল ইসলাম হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা