হোম > অপরাধ > রাজশাহী

গণধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে মারধর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে গণধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে চাপ সৃষ্টি ও মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

এই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন জহুরা বেগম (৪৫) ও তাঁর স্বামী জরিফ আলী (৫০)। 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী (১৫) মায়ের সঙ্গে রাগ করে নানার বাড়িতে যায়। যাওয়ার পথে রয়না ফিলিং স্টেশন এলাকায় গণধর্ষণের শিকার হয় সে। এ ঘটনার পর ১৯ জুলাই মেয়েটির মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। এতে উপজেলার দীঘলকান্দি গ্রামের ফরহাদ হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (২১) ও দেলু মন্ডলের ছেলে স্বপন মন্ডলকে (২৪) আসামি করা হয়। পরে পুলিশ তাঁদের দুজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন। তাঁদের স্বজনেরা মীমাংসার জন্য জোনাইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জহুরা বেগমসহ কয়েকজন গ্রামপ্রধানের শরণাপন্ন হন। 

মামলার বাদী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আসামিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে আমাকে মীমাংসার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। আমি তাতে রাজি না হওয়ায় তাঁরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ মঙ্গলবার আমাকে মারধর করে। মামলা প্রত্যাহার না করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি আমার মেয়ের ওপর করা নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে ইউপি সদস্য জহুরা বেগম বলেন, ‘নির্যাতনের শিকার মেয়েটি আমার দেবরের মেয়ে। বিষয়টি মীমাংসা করার সময় মেয়ের মা-বাবাসহ সবাই উপস্থিত ছিল। তখন আমি ইউপি সদস্য ছিলাম না। টাকাটা সাবেক ইউপি সদস্য সাদেক আলীর কাছে জমা আছে। মামলা শেষ হলে তারা নিয়ে নেবে।’ 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘বাদীকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়