হোম > অপরাধ > রাজশাহী

গণধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে মারধর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে গণধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে চাপ সৃষ্টি ও মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

এই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন জহুরা বেগম (৪৫) ও তাঁর স্বামী জরিফ আলী (৫০)। 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী (১৫) মায়ের সঙ্গে রাগ করে নানার বাড়িতে যায়। যাওয়ার পথে রয়না ফিলিং স্টেশন এলাকায় গণধর্ষণের শিকার হয় সে। এ ঘটনার পর ১৯ জুলাই মেয়েটির মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। এতে উপজেলার দীঘলকান্দি গ্রামের ফরহাদ হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (২১) ও দেলু মন্ডলের ছেলে স্বপন মন্ডলকে (২৪) আসামি করা হয়। পরে পুলিশ তাঁদের দুজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন। তাঁদের স্বজনেরা মীমাংসার জন্য জোনাইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জহুরা বেগমসহ কয়েকজন গ্রামপ্রধানের শরণাপন্ন হন। 

মামলার বাদী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আসামিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে আমাকে মীমাংসার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। আমি তাতে রাজি না হওয়ায় তাঁরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ মঙ্গলবার আমাকে মারধর করে। মামলা প্রত্যাহার না করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি আমার মেয়ের ওপর করা নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে ইউপি সদস্য জহুরা বেগম বলেন, ‘নির্যাতনের শিকার মেয়েটি আমার দেবরের মেয়ে। বিষয়টি মীমাংসা করার সময় মেয়ের মা-বাবাসহ সবাই উপস্থিত ছিল। তখন আমি ইউপি সদস্য ছিলাম না। টাকাটা সাবেক ইউপি সদস্য সাদেক আলীর কাছে জমা আছে। মামলা শেষ হলে তারা নিয়ে নেবে।’ 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘বাদীকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়