হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ‘বন্ধুর’ ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে সদরের চকসূত্রাপুর সুইপার কলোনি এলাকায় ছুরিকাঘাতের শিকার হয়ে সকাল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত আনোয়ার সদরের চকসূত্রাপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে। একাধিক বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে আনোয়ারের বন্ধু সুজন এ ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার ও সুজনের মধ্যে একাধিক বিষয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে আজ সোমবার ভোরে চকসূত্রাপুর এলাকার বাসিন্দা  সুজন (২৪) আনোয়ারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই সুজন পলাতক রয়েছেন। 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই আনোয়ারের মৃত্যু হয়। তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। 

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনো জানা যায়নি।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার