হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ‘বন্ধুর’ ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে সদরের চকসূত্রাপুর সুইপার কলোনি এলাকায় ছুরিকাঘাতের শিকার হয়ে সকাল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত আনোয়ার সদরের চকসূত্রাপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে। একাধিক বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে আনোয়ারের বন্ধু সুজন এ ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার ও সুজনের মধ্যে একাধিক বিষয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে আজ সোমবার ভোরে চকসূত্রাপুর এলাকার বাসিন্দা  সুজন (২৪) আনোয়ারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই সুজন পলাতক রয়েছেন। 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই আনোয়ারের মৃত্যু হয়। তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। 

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনো জানা যায়নি।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত