হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ‘বন্ধুর’ ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে সদরের চকসূত্রাপুর সুইপার কলোনি এলাকায় ছুরিকাঘাতের শিকার হয়ে সকাল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত আনোয়ার সদরের চকসূত্রাপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে। একাধিক বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে আনোয়ারের বন্ধু সুজন এ ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার ও সুজনের মধ্যে একাধিক বিষয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে আজ সোমবার ভোরে চকসূত্রাপুর এলাকার বাসিন্দা  সুজন (২৪) আনোয়ারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই সুজন পলাতক রয়েছেন। 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই আনোয়ারের মৃত্যু হয়। তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। 

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনো জানা যায়নি।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন