হোম > অপরাধ > রাজশাহী

বাড়ির মাটি খুঁড়ে এক ব্যক্তির লাশ উদ্ধার, হত্যার স্বীকারোক্তি প্রবাসীর স্ত্রীর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নলকূপের গোড়ায় ১০ ফুট মাটি খুঁড়ে শাহীন শাহ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

শাহীন শাহ সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের নজির শাহর ছেলে এবং নাটোর আদালতের এক আইনজীবীর সহকারী। 

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শরিফ আল রাজীব লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সৌদিপ্রবাসী আয়ুব আলীর স্ত্রী জলন্দা গ্রামের হেলাল হোসেন ফালুর মেয়ে হুসনে আরাকে আটক করেছে পুলিশ। 

শাহীন শাহের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘গত সোমবার কোর্টের কাজ শেষে করে বাড়িতে যান শাহীন শাহ। এ সময় হুসনে আরা ফোনে তাঁকে ডেকে নেন। সেই দিন রাত থেকেই শাহীনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বুধবার শাহীনের বড় ভাই আক্তার হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।’ 

হুসনে আরার বড় ভাই আব্দুল মান্নান বলেন, ‘একটা মামলা পরিচালনা করতে গিয়ে শাহীনের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব। তখন থেকেই আমাদের বাড়িতে যাতায়াত ছিল শাহীনের। কোন সময় বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে বুঝতে পারিনি।’ 

তিনি আরও বলেন, ‘আমার বোনকে সিংড়ায় বিয়ে দিয়েছি। স্বামী আয়ুব আলী ওমানে চলে যাওয়ার পর থেকে সে আমাদের বাড়িতেই থাকে।’ 

হুসনে আরার বরাত দিয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বলেন, ‘হুসনে আরার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। এই সুযোগে প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন শাহীন। গত সোমবার সন্ধ্যায় শাহীন তাঁর বাড়িতে আসেন। মাকে ঘুমের ওষুধ খাইয়ে হুসনে আরার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। পরে হুসনে আরা শাহীনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। তাঁর প্যান্টের বেল্ট খুলে গলায় ফাঁসি দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে নলকূপ মেরামতের জন্য খুঁড়ে রাখা গর্তে ফেলে মাটি চাপা দেন।’ 

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই আক্তার হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেছেন।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক