হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের চোরাই ট্রান্সফরমারসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতের চোরাই ট্রান্সফরমারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের লাইনপাড়ার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার লাইনপাড়া বোমভাতর এলাকার আনসার হেকিমের ছেলে বাইরুল ইসলাম (আমিন) ও পঞ্চবটি খড়বোনা এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল্লাহ হোসেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব বাইরুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার কভার, অ্যালুমিনিয়ামের তার, তামার তার, আয়রন তারের টুকরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। 

চাঁপাইনবাবগঞ্জের র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি সংগঠিত চোর সিন্ডিকেটের সদস্য। তাঁরা কৃষিকাজে ব্যবহৃত ট্রান্সফরমার এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি করে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করে আসছিলেন।’ 

লে. কমান্ডার আরও বলেন, আজ সকালে আসামিদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন