হোম > অপরাধ > রাজশাহী

মান্দায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রতিনিধি, মান্দা (নওগাঁ) 

নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই নারীর নাম রুমা আক্তার (২০)। তিনি ওই গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ও খলিশাকুড়ি গ্রামের আমেদ আলীর মেয়ে। গত প্রায় ৬ মাস আগে প্রেমিক নাঈমকে তিনি পালিয়ে বিয়ে করেন।

স্বামী নাঈম হোসেন জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে তাঁরা একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম ভেঙে দেখেন স্ত্রী রুমা আক্তার বিছানায় নেই। পরে ঘরের তীরের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পালিয়ে বিয়ে করায় শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল না বলেও স্বীকার করেন নাঈম।

স্থানীয়রা জানান, শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে নাঈম হোসেন ভালোবেসে রুমা আক্তারকে পালিয়ে বিয়ে করেন। এ কারণে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। তবে কী কারণে রুমা আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তাঁরা।

মান্দা থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, 'ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়