পাবনায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেল চুরি হয়। রাতেই থানায় অভিযোগ দেওয়ার পর তাঁদের আটক করা হয়। পরে মামলা হলে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার আশিক ওরফে পাপ্পু ওরফে নিরব (২৭) ও সদর উপজেলার জোতকলসা পশ্চিমপাড়া গ্রামের মাহফুজুর রহমান রানা (৩০)।
পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, গতকাল শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকা থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে তিনি সদর থানায় অভিযোগ দেন।
পরে রাতেই অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্য আশিক ও রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার দুপুরে তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।