কোমল পানীয় স্পিডের বোতলে চোলাই মদ ভরে বিক্রি করতেন শ্যামল কুমার দেবনাথ (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল মদ উদ্ধার করে। তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ রোববার মাদক আইনে মামলা দিয়ে তাঁকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বলেন, শ্যামল উপজেলার পারিশো দুর্গাপুর গ্রামের খগেন চন্দ্র দেবনাথের ছেলে। তিনি চোলাই মদ তৈরি করে নিজ এলাকায় স্পিডের বোতল ভরে বিক্রি করতেন। গতকাল শনিবার রাতে ওসি রাকিবুলের নির্দেশে পারিশো দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাগে ১২টি স্পিডের বোতলে রাখা পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামল কুমারের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।