হোম > অপরাধ > রাজশাহী

জমিজমার দ্বন্দ্বে মামা-মামিকে কুপিয়ে জখম

 দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী দুর্গাপুর উপজেলার শিবপুর গ্রামে মাঠে ধান লাগানোর সময় জমিজমা সংক্রান্তের জের ধরে মামা-মামিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠছে। তাঁদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার আহতের বড় ভাই আহাদ আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। 

আহতরা হলেন, উপজেলার নওপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সাইদুর রহমান (৪৫) ও তাঁর স্ত্রী জোসনা বেগম (৩৬)। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সাইদুর রহমানের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে তাঁর দুই বোনের দ্বন্দ্ব চলছিল। গতকাল রোববার বেলা ১১টার দিকে সাইদুর ও তাঁর স্ত্রী জোসনা বেগম তাঁর জমিতে ধান লাগাতে যান। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইদুর রহমানের দুই বোনের ছেলে সেলিম, রাকিবুল, মোতালেব ও মোহনসহ আরও ৭-৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে তাঁরা সাইদুর ও জোসনা বেগমকে হাঁসুয়া দিয়ে কোপায়। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ভাই বোনের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে