হোম > অপরাধ > রাজশাহী

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৬ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয় প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রোগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) সংস্থার পরিচালক সাবেক লাভাঙ্গা গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), রশিকনগর গ্রামের মো. জামাল উদ্দিন (২৩), নয়ালাভাঙ্গা গ্রামের মো. মাহফুজুর রহমান (২২), হরিনগর গ্রামের মো. জুয়েল আলী (২৪), নয়ালাভাঙ্গা শিরোটলা গ্রামের গোলাম রাসেল (২৫) ও গোদাগাড়ী উপজেলার নলিতনগর গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে মো. আব্দুস সামাদ পরিচালিত প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) সংস্থা কার্যালয় খুলে গ্রাহকের প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করে। বিষয়টি জানাজানি হলে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় অফিস তল্লাশি করে ৫ হাজার পাস বই, বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, গ্রেপ্তারদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়