হোম > অপরাধ > রাজশাহী

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৬ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয় প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রোগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) সংস্থার পরিচালক সাবেক লাভাঙ্গা গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), রশিকনগর গ্রামের মো. জামাল উদ্দিন (২৩), নয়ালাভাঙ্গা গ্রামের মো. মাহফুজুর রহমান (২২), হরিনগর গ্রামের মো. জুয়েল আলী (২৪), নয়ালাভাঙ্গা শিরোটলা গ্রামের গোলাম রাসেল (২৫) ও গোদাগাড়ী উপজেলার নলিতনগর গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে মো. আব্দুস সামাদ পরিচালিত প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) সংস্থা কার্যালয় খুলে গ্রাহকের প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করে। বিষয়টি জানাজানি হলে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় অফিস তল্লাশি করে ৫ হাজার পাস বই, বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, গ্রেপ্তারদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা