হোম > অপরাধ > রাজশাহী

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৬ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয় প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রোগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) সংস্থার পরিচালক সাবেক লাভাঙ্গা গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), রশিকনগর গ্রামের মো. জামাল উদ্দিন (২৩), নয়ালাভাঙ্গা গ্রামের মো. মাহফুজুর রহমান (২২), হরিনগর গ্রামের মো. জুয়েল আলী (২৪), নয়ালাভাঙ্গা শিরোটলা গ্রামের গোলাম রাসেল (২৫) ও গোদাগাড়ী উপজেলার নলিতনগর গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে মো. আব্দুস সামাদ পরিচালিত প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) সংস্থা কার্যালয় খুলে গ্রাহকের প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করে। বিষয়টি জানাজানি হলে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় অফিস তল্লাশি করে ৫ হাজার পাস বই, বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, গ্রেপ্তারদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী