চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধারের ঘটনায় পলাতক আসামি মো. ইদুল (২২) কে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইদুল জেলার ভোলাহাট উপজেলার ফুটানিবাজার গ্রামের বাবুল হোসেনের ছেলে।
গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, ভারতীয় ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধারের ঘটনার মামলায় পলাতক মূল আসামি ইদুলকে গতকাল দিবাগত রাত ২টার দিকে চামুচা বিওপির বিশেষ টহল দল গ্রেপ্তার করেন।
প্রসঙ্গত, গত ৩ জুলাই ভোলাহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৪ /৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামের মো. রফিকুলের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। এরপর ওই সময় রফিকুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ইদুল পলাতক ছিল।