হোম > অপরাধ > রাজশাহী

শিবগঞ্জে নারী ইউপি সদস্য ও তাঁর স্বামীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে খুরশিদা আক্তার (৩৪) নামে এক নারী ইউপি সদস্য ও তাঁর স্বামীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সৈয়দপুর ইউনিয়নের ডাকুমারা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন খুরশিদা আক্তার। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম। 

খুরশিদা আক্তার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বাসিন্দা এবং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। 

অভিযোগ সূত্রে ও খুরশিদা আক্তার থেকে জানা যায়, এক মাস আগে সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর কুল্লা ভিটা গ্রামের হাসান আলী (৩৫) তাঁর বালুবোঝাই ট্রলি নিয়ে ভবানিপুর রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করছিলেন। খুরশিদা আক্তার তাঁকে নিষেধ করলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। গতকাল সোমবার বিকেলে খুরশিদা আক্তার ও তাঁর স্বামী বিপ্লব আকন্দ গাবতলী উপজেলার লাংলুহাটে অবস্থিত একটি এনজিও থেকে ৯৯ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডাকুমারা নামক স্থানে পৌঁছালে হাসান আলী সহযোগীদের নিয়ে তাঁদের পথ রোধ করেন। এ সময় দুজনকে কাঠের বাটাম ও লাঠি দিয়ে পিটিয়ে ৯৯ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যান। পরে স্থানীয়রা খুরশিদা আক্তার ও তাঁর স্বামীকে উদ্ধার করে। বর্তমানে তাঁরা নিজ বাড়িতেই স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন। 

হাসান আলী পলাতক ও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪