হোম > অপরাধ > রাজশাহী

শিবগঞ্জে নারী ইউপি সদস্য ও তাঁর স্বামীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে খুরশিদা আক্তার (৩৪) নামে এক নারী ইউপি সদস্য ও তাঁর স্বামীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সৈয়দপুর ইউনিয়নের ডাকুমারা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন খুরশিদা আক্তার। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম। 

খুরশিদা আক্তার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বাসিন্দা এবং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। 

অভিযোগ সূত্রে ও খুরশিদা আক্তার থেকে জানা যায়, এক মাস আগে সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর কুল্লা ভিটা গ্রামের হাসান আলী (৩৫) তাঁর বালুবোঝাই ট্রলি নিয়ে ভবানিপুর রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করছিলেন। খুরশিদা আক্তার তাঁকে নিষেধ করলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। গতকাল সোমবার বিকেলে খুরশিদা আক্তার ও তাঁর স্বামী বিপ্লব আকন্দ গাবতলী উপজেলার লাংলুহাটে অবস্থিত একটি এনজিও থেকে ৯৯ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডাকুমারা নামক স্থানে পৌঁছালে হাসান আলী সহযোগীদের নিয়ে তাঁদের পথ রোধ করেন। এ সময় দুজনকে কাঠের বাটাম ও লাঠি দিয়ে পিটিয়ে ৯৯ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যান। পরে স্থানীয়রা খুরশিদা আক্তার ও তাঁর স্বামীকে উদ্ধার করে। বর্তমানে তাঁরা নিজ বাড়িতেই স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন। 

হাসান আলী পলাতক ও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে