হোম > অপরাধ > রাজশাহী

ভাঙ্গুড়ায় গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় মেলেনি, থানায় মামলা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। 

গতকাল শনিবার রাতে ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় উপজেলার পাঁচবেতুয়ান গ্রামের অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ‘গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চোরদের ব্যবহৃত দুটি বড় রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ 

মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ বলেন, নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। পরিচয় পাওয়া না গেলে মরদেহ বেওয়ারিশ হিসেবে পাবনা আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে। 

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. হাবিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। 

গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার পাঁচবেতুয়ান বাওনজানপাড়া গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলে তিনজনই মারা যান। এ সময় সন্দেহভাজন চোরদের ধরতে এসে তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের দুজন আহত হন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার