দশ বছরের সাজা এড়াতে নয় বছর ধরে পলাতক ছিলেন রাজশাহীর তানোর উপজেলার ভবানীপুর গ্রামের আজাদ আলী (৪০)। অবশেষে তানোর থানা পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, আজাদকে ২০১৩ সালে মানবপাচারের মামলায় রাজশাহীর আদালত ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন ঢাকার পল্টন থানা এলাকা থেকে আজাদকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মানবপাচারের একটি ঘটনায় আজাদের ১০ বছরের সাজা হয় ২০১৩ সালে। সেই থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’