হোম > অপরাধ > রাজশাহী

শেরপুর থেকে অপহৃত কিশোরী হেমায়েতপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর থেকে অপহৃত এক কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে তাকে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার মো. জুয়েল হোসেন (২৪) শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। অপহৃত কিশোরী একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। 

জানা গেছে, জুয়েল কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু সে প্রত্যাখ্যান করলে মাদ্রাসায় যাতায়াতের সময় তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। গত ২৪ ফেব্রুয়ারি সকালে কিশোরী তার মামার বাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে জুয়েল ও তাঁর দু-তিনজন সঙ্গী কিশোরীকে অপহরণ করেন। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এরপর অপহরণের বিষয়টি নিশ্চিত হলে গতকাল শনিবার রাতে কিশোরীর বাবা শেরপুর থানায় জুয়েলসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। আজ সকালে তারা ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে কিশোরীকে উদ্ধারসহ জুয়েলকে গ্রেপ্তার করে। 

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কিশোরীকে অপহরণ করে সাভারের হেমায়েতপুরে রাখা হয়েছে। থানায় মামলা রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে রাতেই আমরা যাত্রা শুরু করি। ভোরে তাকে উদ্ধার ও জুয়েলকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এ সময় স্থানীয় থানা-পুলিশ আমাদের সহযোগিতা করেন। ইতিমধ্যে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু