বগুড়ার আদমদীঘি উপজেলার জালাল উদ্দীন (৫৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের পাশে গাবতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মৃত জালাল উদ্দীন বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে জালাল উদ্দীন সান্তাহার হাটে বাজার করতে যান। পরে অনেক রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। ফলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে আজ ভোরে জালাল উদ্দীনের মরদেহ গাবতলী এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা নওগাঁ মডেল থানা-পুলিশে সংবাদ দেয়। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জালাল উদ্দীনের বড় ভাই আফজাল হোসেন বলেন, ‘আমার ভাই অত্যন্ত সাদামাটা স্বভাবের মানুষ ছিল। এমন মানুষকে কারা এমন নির্মমভাবে হত্যা করল তা বুঝতে পারছি না। তবে, আমাদের ধারণা এ ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত রয়েছে।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।