হোম > অপরাধ > রাজশাহী

আদমদীঘিতে কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার জালাল উদ্দীন (৫৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের পাশে গাবতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মৃত জালাল উদ্দীন বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে জালাল উদ্দীন সান্তাহার হাটে বাজার করতে যান। পরে অনেক রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। ফলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে আজ ভোরে জালাল উদ্দীনের মরদেহ গাবতলী এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা নওগাঁ মডেল থানা-পুলিশে সংবাদ দেয়। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জালাল উদ্দীনের বড় ভাই আফজাল হোসেন বলেন, ‘আমার ভাই অত্যন্ত সাদামাটা স্বভাবের মানুষ ছিল। এমন মানুষকে কারা এমন নির্মমভাবে হত্যা করল তা বুঝতে পারছি না। তবে, আমাদের ধারণা এ ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত রয়েছে।’ 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার