সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাচলিয়া পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীমকে (৪৫) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী শিরীন খাতুন (৩৫)।
এ ঘটনার পর থেকে শিরীন খাতুন পলাতক রয়েছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী শিরীন (৩৫) স্বামী শামীমকে বঁটি দিয়ে মাথায় কোপ দেন। এতে শামীমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি (তদন্ত) জাকেরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনই কিছু বলা যাচ্ছে না, পরে জানানো হবে।