রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে নয় কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার সকালে তাঁদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার আমজনপাড়ার খোকা শেখের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও বনচৌকি পূর্বপাড়া গ্রামের রমজান আলীর ছেলে তোহিদুল ইসলাম (৩০)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব-১২ এর সদস্যরা রায়গঞ্জের জোরপুড় ঢালের পাড়ে অভিযান চালায়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে নয় কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, 'তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।' আজ সকালে তাঁদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।