রাজশাহী মহানগরীতে তিন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর পবা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ বুধবার রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পবার চৌবাড়িয়া দক্ষিণপাড়ার নয়ন ইসলাম (২৯) ও মো. জাহিদ (২০) এবং নেত্রকোনার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার মো. মানিক (৩৫)।
পুলিশ জানিয়েছে, আকবর আলী নামের এক ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে পবার চৌবাড়িয়া জসইতলা বিলে আটক করেন র্যাব পরিচয় দেওয়া এ তিনজন। এরপর তাঁর কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ ছাড়া আরও ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দেওয়া হবে বলেও হুমকি ও ভয়ভীতি দেওয়া হয়। টাকা দিতে না পারায় আকবর আলীকে তাঁরা সেখানে ২-৩ ঘণ্টা আটকে রেখে মারধর করেন। একপর্যায়ে আকবর আলীর চিৎকারে পবা থানার টহল পুলিশ সেখানে গিয়ে নয়ন ও জাহিদকে আটক করে। এ সময় আরও দুজন পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, দুজনকে আটকের পর রাতে মানিককেও আটক করা হয়। এ নিয়ে চারজনের বিরুদ্ধে পবা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।