হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহীতে ৩ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে তিন ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর পবা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আজ বুধবার রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পবার চৌবাড়িয়া দক্ষিণপাড়ার নয়ন ইসলাম (২৯) ও মো. জাহিদ (২০) এবং নেত্রকোনার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার মো. মানিক (৩৫)। 

পুলিশ জানিয়েছে, আকবর আলী নামের এক ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে পবার চৌবাড়িয়া জসইতলা বিলে আটক করেন র‍্যাব পরিচয় দেওয়া এ তিনজন। এরপর তাঁর কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ ছাড়া আরও ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দেওয়া হবে বলেও হুমকি ও ভয়ভীতি দেওয়া হয়। টাকা দিতে না পারায় আকবর আলীকে তাঁরা সেখানে ২-৩ ঘণ্টা আটকে রেখে মারধর করেন। একপর্যায়ে আকবর আলীর চিৎকারে পবা থানার টহল পুলিশ সেখানে গিয়ে নয়ন ও জাহিদকে আটক করে। এ সময় আরও দুজন পালিয়ে যায়। 

পুলিশ আরও জানায়, দুজনকে আটকের পর রাতে মানিককেও আটক করা হয়। এ নিয়ে চারজনের বিরুদ্ধে পবা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত