হোম > অপরাধ > রাজশাহী

মিষ্টি রাখার পাত্রে তেলাপোকা, ভোক্তা-অধিকার সংরক্ষণের জরিমানা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি সংরক্ষণ পাত্রে তেলাপোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় পাওয়ার অপরাধে চারটি প্রতিষ্ঠানে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বে শহরের মিষ্টি পট্টির বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়। 

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলার মিষ্টিপট্টি এলাকায় মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা ও ক্ষতিকর পোকামাকড় পাওয়ায় মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার এবং গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আমিন সুইটকে ৪ হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামসুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং নওগাঁ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিন্ন ভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন,   ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে। 

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক