হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ার ঝন্টু হত্যার আট মাস পর ৪ আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টুকে (২৫) কুপিয়ে হত্যার আট মাস পর জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন—বগুড়া শহরতলীর ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকার মোমিনুর রহমান, কবির হোসেন, রবিউল ও বেজোড়া হিন্দুপাড়া এলাকার মো. রানা। তাঁরা টাইলস মিস্ত্রির কাজ করতেন। 

গত বছরের ৩ সেপ্টেম্বর সকালে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় মানিক হোটেলে গ্রেপ্তার যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টুকে কুপিয়ে হত্যা করে। 

নিহত ঝন্টু ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। ঘটনার পরদিন ঝন্টুর বাবা আফজাল বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পাওনা আড়াই লাখ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পনা করে ঘটনার দিন ঝন্টুকে ওই হোটেলে নাশতা করার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর গ্রেপ্তার চারজন ঝন্টুর ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানিয়েছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার পর থেকে তারা সাভারে অবস্থান করছিল। সেখানে টাইলসের কাজ করত। গ্রেপ্তারদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম। 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম