হোম > অপরাধ > রাজশাহী

নারীঘটিত কারণেই ভ্যানচালক খুন: ওসি

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নারীঘটিত কারণেই খুন হয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরের সেই ভ্যানচালক হোসেন আলী (৪৫)। গতকাল রোববার বিকেলে নিহতের ছেলে মিলন মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আসামিরা হলেন-রৌহাবাড়ী উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ভ্যানচালক আব্দুস ছালাম (৫১), তাঁর স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুন (২৩)। এ ঘটনার পর থেকে আব্দুস ছালাম পলাতক রয়েছেন। তবে বাকি তিনজনকে ঘটনার দিনই আটক করেছে পুলিশ। 

জানা যায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জের কাজীপুরে উত্তরপাড়ার সিরাজুল ইসলাম ওরফে গুটু ডাক্তারের ছেলে ভ্যানচালক আব্দুস ছালামের বাড়িতে খুন হন হোসেন আলী। পরদিন রোববার সন্ধ্যায় নিহতের মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, তদন্তের খাতিরে এখনই সবকিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নারীঘটিত কারণেই ভ্যানচালক হোসেন আলীকে খুন করা হয়েছে। 

ওসি আরও বলেন, প্রধান আসামি আব্দুস ছালামকে আটকের চেষ্টা চলছে। বাকিদের আজ সোমবার আদালতে তোলা হবে। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত