হোম > অপরাধ > রাজশাহী

নারীঘটিত কারণেই ভ্যানচালক খুন: ওসি

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নারীঘটিত কারণেই খুন হয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরের সেই ভ্যানচালক হোসেন আলী (৪৫)। গতকাল রোববার বিকেলে নিহতের ছেলে মিলন মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আসামিরা হলেন-রৌহাবাড়ী উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ভ্যানচালক আব্দুস ছালাম (৫১), তাঁর স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুন (২৩)। এ ঘটনার পর থেকে আব্দুস ছালাম পলাতক রয়েছেন। তবে বাকি তিনজনকে ঘটনার দিনই আটক করেছে পুলিশ। 

জানা যায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জের কাজীপুরে উত্তরপাড়ার সিরাজুল ইসলাম ওরফে গুটু ডাক্তারের ছেলে ভ্যানচালক আব্দুস ছালামের বাড়িতে খুন হন হোসেন আলী। পরদিন রোববার সন্ধ্যায় নিহতের মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, তদন্তের খাতিরে এখনই সবকিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে নারীঘটিত কারণেই ভ্যানচালক হোসেন আলীকে খুন করা হয়েছে। 

ওসি আরও বলেন, প্রধান আসামি আব্দুস ছালামকে আটকের চেষ্টা চলছে। বাকিদের আজ সোমবার আদালতে তোলা হবে। 

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান