জয়পুরহাট সদর (জয়পুরহাট) : সদর থানার বাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নুর ইসলাম নুরু (৪১) জয়পুরহাট সদর থানার মৃত কিনু মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
ডিবি পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে একটি ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রের ভিত্তিতে ডিবি পুলিশ জেলা শহরের বাটার মোড় এলাকায় ইয়াবা বিক্রি করার সময় নুর ইসলাম নুরুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে জয়পুরহাট থানায় সোমবার মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।