হোম > অপরাধ > রাজশাহী

লালপুরে এক দিনে ৩ জনের ‘আত্মহত্যা’

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে এক দিনে তিনজনের গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার পৃথক তিনটি গ্রাম থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর চর নওসারা সুলতানপুর গ্রাম থেকে পিন্টু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার কলম মণ্ডলের ছেলে। নিজ শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় রশিতে ঝুলে ছিল তাঁর মরদেহ। 

পরিবারের দাবি, পিন্টু পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। 

এদিন দিবাগত রাত দেড়টার দিকে দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া মোড় গ্রামে দুলাল কুমার প্রামাণিক (৫৮) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার গীরেন চন্দ্র প্রামাণিকের ছেলে। বেশ কিছু দিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তাঁর পরিবার দাবি করেছে। 

একই দিন দিবাগত রাত ৩টার দিকে গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার আসিফের স্ত্রী সুমাইয়া খাতুনের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তাঁর শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এ কারণে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। 

এসব বিষয় নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল