হোম > অপরাধ > রাজশাহী

রাবি ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাহেদকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এদিকে সন্দেহভাজন হিসেবে আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট ৪ জনকে আটক করা হয়েছে। 

অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এ বিষয়ে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। নিয়মানুযায়ী ভুক্তভোগী শিক্ষার্থীকে মামলা করতে হয়। তবে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে নগরীর চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বিভাগের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ছাত্র উপদেষ্টা দপ্তরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। পরে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন। 

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত